গেইন সুপার নাম্বার ওয়ান লুব্রিক্যান্টস এর সকল গ্রাহক ও সুভ্যানু ব্যবসায়ীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের আন্তরিক সহযোগিতা ও সমর্থন এবং নিরলস প্রচেষ্টার শ্রম ও নিষ্ঠার ফসল হিসেবে এখন গেইন সুপার নাম্বার ওয়ান একটি প্রতিষ্ঠিত লুব ওয়েল ব্র্যান্ড। ইঞ্জিনের প্রাণ হিসাবে বিবেচিত গেইন সুপার নাম্বার ওয়ান ইঞ্জিন ওয়েল যা গেইন সুপার নাম্বার ওয়ান উন্নত প্রযুক্তি আন্তর্জাতিক মান সম্পন্ন প্রিমিয়াম সিনথেটিক ইঞ্জিন ওয়েল “গেইন সুপার নাম্বার ওয়ান লুব্রিক্যান্টস” সরাসরি কোরিয়ান ফরমূলেশন ব্যবহার করে গেইন সুপার নাম্বার ওয়ান ব্র্যান্ডের বিভিন্ন গ্রেডের লুব ওয়েল বিক্রয় বিতরন ও বাজারজাত করে আসছে। গেইন সুপার নাম্বার ওয়ান এর প্রতিটি পণ্য (API) আমেরিকান পেট্রোলিয়াম ইনষ্টিটিউট মানসম্মত। (SAE) সোসাইটি ফর অটোমেটিভ ইঞ্জিনিয়ার্স, ভিস্কোসিটি অনুযায়ী তৈরী এবং (ASTM) আমেরিকান সোসাইটি ফর টেস্টিং এন্ড মেটিরিয়ালস পদ্ধতিতে পরীক্ষিত। আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত আন্তরিক ভাবে সর্বোত্তম গ্রাহক সেবার মাধ্যমে সর্বোচ্চ সন্তোষ্টি অর্জনের। মহান আল্লাহ আমাদের সহায় হউন।
